Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

উপজেলা প্রকৌশলীর কার্যাবলীঃ

  • উপজেলা পরিষদ চেয়ারম্যানের তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে কাজ করিবেন এবং হস্তান্তরিত বিষয়ে নথি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট অনুমোদনের জন্য পেশকরন।
     
  • উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষনাবেক্ষন এব মেরামত কাজের পরিকল্পনা, প্রাক্কলন প্রণয়নসহ স্কীম প্রস্ত্ততকরনের দায়িত্ব পালন ।
     
  • উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক অর্পিত নির্মাণ, উন্নয়ন, রক্ষনাবেক্ষন এবং মেরামত কাজ নিয়মিত তদারকি  এবং কাজের গুনগতমান নিশ্চিত করিবার লক্ষে যথাযথ পদক্ষেপ গ্রহন ।
     
  • উপজেলা পরিষদ এবং সরকার কর্তৃক তাঁহার উপর অর্পিত ক্রয় কার্যক্রম ( পাবলিক প্রকিউরমেন্ট ) পাবলিক প্রকিউরমেন্ট আইন এবং বিধিমালা অনুযায়ী সম্পন্নকরন।
     
  • উপজেলা ও ইউনিয়ন পরিষদকে নির্মাণ, উন্নয়ন, রক্ষনাবেক্ষন মেরামত কাজে কারিগরী পরামর্শ ও সহায়তা ।
     
  • সংশিস্নষ্ট বিভাগ ,সংস্থার সমন্বযে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা।
     
  • উপজেলা সড়ক সহ অন্যান্যভৌত অবকাঠামোর ডাটাবেজ প্রণয়ন ও নিয়মিত হালনাগাদকরন।
     
  • উপজেলার সড়ক সহ অন্যান্যভৌত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনা প্রনয়নে উপজেলা পরিষদকে সহায়তা এবং উপজেলা পরিকল্পনা বই প্রণয়ন, রক্ষনাবেক্ষন ও হালনাগাদকরন।
     
  • উপজেলা পরিষদ অথবা সরকার কর্তৃক অর্পিত প্রাথমিক শিক্ষা উন্নয়ন সম্পর্কিত অবকাঠামো এবং অন্যান্য  অবকাঠামো নির্মাণ, উন্নয়ন এবং , রক্ষনাবেক্ষন কাজ বাস্তবায়ন ।
     
  • তিনি উপজেলা ক্ষুদ্র পানি সম্পদ স্কীম যেমন-খাল খনন, বাঁধ,সেচনালা ও পানি অবকাঠামো নির্মাণ ইত্যাদি কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন ।
     
  • উপজেলা গ্রোথসেন্টার/হাটবাজার উন্নয়ন , রক্ষনাবেক্ষন ও মেরামতের অর্পিত দায়িত্ব পালন ।
     
  • তাঁহার আওতাধীন চলমান নির্মাণ, উন্নয়ন, , রক্ষনাবেক্ষন,মেরামত কাজ বাস্তবায়নের নিয়মিত অগ্রগতি প্রতিবেদন উপজেলা পরিষদ এবং সংশিস্নষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল।
     
  • সাইট অর্ডার বই, কাজেরডাইরী ও সাইটের মালামালের হিসাব তদারকি ।
     
  • প্রয়োজনীয়ক্ষেত্রে নির্মাণ, , রক্ষনাবেক্ষন ও মেরামত কাজের জন্য মালামাল সংগ্রহ ও সংরক্ষনের ব্যবস্থা গ্রহন ।
     
  •  আইন ও বিধি অনুসারে অর্থ ব্যয়  এবং খরচের যথাযথ হিসাব সংরক্ষণ ।
     
  •  ষ্টোর ও মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহন ।
     
  •  তাহার দপ্তরের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার ও প্রয়োগ সম্প্রসারণের সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন ।
     
  •  সরকার, উপজেলা পরিষদ বা অন্যকোন উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন ।

 

উপজেলা সহকারী প্রকৌশলীর কার্যাবলীঃ

 

  • উপজেলা প্রকৌশলীর তত্ত্বাবধানে এবং নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন ।
     
  • উপজেলা প্রকৌশলী কর্তৃক প্রণীত কর্মবন্টন অনুযায়ী অর্পিত সকল দায়িত্ব পালন ।
     
  • উপজেলা প্রকৌশলীর উপর অর্পিত উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল কর্মকান্ড বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান ।
     
  • উপজেলা প্রকৌশলীর উপর অর্পিত সকল উন্নয়ন, রক্ষনাবেক্ষন ও মেরামত সম্পর্কিত সম্পাদিত কাজের বিল পরীক্ষা নিরীক্ষা করিয়া উপজেলা প্রকৌশলীর নিকট উপস্থাপন ।
     
  • উপজেলা প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী তাঁহার অধীনস্থ কর্মকর্তা/কর্মচারীদের জন্য নির্ধারিত বিভাগীয় প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন ।
     
  • সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী কিংবা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্য যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন ।

 

উপসহকারী  প্রকৌশলীর  কার্যাবলীঃ

 

  •  উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর তত্ত্বাবধানে এবং নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন ।
     
  • উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলী কর্তৃক প্রণীত কর্মবন্টন অনুযায়ী অর্পিত সকল দায়িত্ব পালন ।
     
  • উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলী কর্তৃক উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল কর্মকান্ড বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান ।
     
  • উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী সার্ভেয়ার ও কার্যসহকারীদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিয়োজিত করন এবং তাঁহাদের কাজ তদারকি।
     
  • তাঁহার দায়িত্বাধীন সকল উন্নয়ন মূলক ও  রক্ষনাবেক্ষন কাজের বিল সরেজমিনে যাছাইবাছাই পূর্বক কাজের মাপ সংশিস্নষ্ট মাপবহিতে রেকর্ড করিয়া সেই অনুযায়ী বিল সুপারিশ ।
     
  • সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী কিংবা অন্যকোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অণ্য যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন ।

 

নক্সাকার (উপসহকারী  প্রকৌশলী) কার্যাবলীঃ

 

  • উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর তত্ত্বাবধানে এবং নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন ।
     
  • সকল ধরনের উন্নয়নমূলক ও , রক্ষনাবেক্ষন কর্মকান্ডের স্কীম প্রণয়নের লক্ষে প্রয়োজনীয় কারিগরী নক্সা প্রস্ত্ততকরন।
     
  • উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলী কর্তৃক প্রণীত কর্মবন্টন অনুযায়ী অর্পিত সকল দায়িত্ব পালন  ।
     
  • উপজেলা প্রকৌশলী এবং উপজেলা সহকারী প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী সার্ভেয়ার ও কার্যসহকারীদের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিয়োজিত করন এবং তাঁহাদের কাজ তদারকি।
     
  • তাঁহার দায়িত্বাধীন সকল উন্নয়ন মূলক ও  রক্ষনাবেক্ষন কাজের বিল সরেজমিনে যাছাই বাছাইপূর্বক কাজের মাপ সংশিস্নষ্ট মাপবহিতে রেকর্ড করিয়া সেই অনুযায়ী বিল সুপারিশ ।
     
  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সকল কর্মকান্ড বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদান ।
     
  • সরকার, উপজেলা পরিষদ, উপজেলা প্রকৌশলী কিংবা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্য যেকোন দাপ্তরিক দায়িত্ব পালন ।

 

হিসাব  রক্ষক কার্যাবলীঃ

 

  • কর্মকর্তা/কর্মচারীদের বেতন ভাতাদির বাজেট প্রস্ত্তত করন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন ।
     
  • সকল উন্নয়ন মূলক কর্মকান্ডের নথি পত্র সংরক্ষন ।
     
  • উন্নয়ন মূলক প্রকল্পের মাসিক অগ্রগতির প্রতিবেদন প্রস্ত্তত করন।
     
  • সকল উন্নয়ন মূলক প্রকল্পের বিল পরীক্ষান্তে উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে উপস্থাপন।
     
  •  বিল রেজিষ্টার ও অন্যান্য হিসাব দায়ী রেজিষ্টার্ড সংরক্ষণ।
     
  •  কর্মকর্তা/কর্মচারীদেরবেতন ভাতাদি ও আনুসাংগিক বিল পরীক্ষান্তে উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে উপস্থাপন।
     
  •  দরপত্র আহবান সংক্রান্ত যাবতীয় নথিপত্র সংরক্ষণ।
     
  • কর্তৃপক্ষ কর্তৃক প্রদক্ত যেকোন দাপ্তরিক দায়িত্ব পালন।

 

হিসাব  সহকারী কার্যাবলীঃ

  • হিসাব রক্ষকের যাবতীয় দাপ্তরিক কাজ কর্মে সহযোগীতা করন।
     
  • সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন।

 

কমিউনিটি  অর্গানাইজার  দাপ্তরিক কার্যাবলীঃ

  • অফিসের যাবতীয় আসবাবপত্রের রেজিষ্টার্ড সংরক্ষন করন।
     
  • মটর সাইকেল/বাইসাইকেল এর রেজিষ্টার্ড সংরক্ষন করন।
     
  • মহিলা কর্মী (এলসিএস) দ্বারা রাস্তা মেরামত  কাজ  পরিদর্শন  ও বিল প্রস্ত্তত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন ।
     
  • মহিলা কর্মী (আরইআরএমপি) দ্বারা রাস্তা মেরামত কাজ  পরিদর্শন ও বিল প্রস্ত্তত করন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপন ।
     
  • ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমিতির মাধ্যমে উপকারভোগীদের কাজে সহায়তা ।
     
  • সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদক্ত যেকোন দাপ্তরিক দায়িত্ব পালন।

 

সার্ভেয়ার এর  দাপ্তরিক কার্যাবলীঃ

  • সকল উন্নয়ন কাজে সার্ভেকরন পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর উপস্থাপন ।
     
  • সময়ে সময়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দেয় যে কোন দাপ্তরিক দায়িত্ব পালন ।