Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রাপ্তির নিয়মসমূহ

প্রুতিশ্রুত সেবা প্রাপ্তির ক্ষেত্রেঃ
 

  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁও সদর উপজেলার ওয়েবসাইট ভিজিট।
     
  • সেবা প্রদান প্রতিশ্রুতির নির্দেশনা অনুসরণ করা । 
     
  • নির্ধারিত ফরমে স্বয়ংসম্পূর্ন ও ত্রুটিমুক্ত আবেদন জমা দান।
     
  • সংশ্লিষ্ট আইন সম্পর্কে ন্যূনতম ধারণা থাকা।
     
  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ঠাকুরগাঁও সদর উপজেলার কার্যক্রম সম্পর্কে ধারণা থাকা।
     
  • যথাযথ প্রক্রিয়ায় প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় চার্জ/ফিস জমা দান ।
     
  • নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকা ।
     
  • সেবা গ্রহণের জন্য কোনো ধরনের তদবির বা সুপারিশ না করা ।
      
  • প্রয়োজনীয় অন্যান্য তথ্যাদি ও সহযোগিতা প্রদান করা। 

 

তথ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রেঃ 
 

  • নির্ধারিত পদ্ধতি অনুযায়ী সংশ্লি­ষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার কাছে তথ্যপ্রাপ্তির অবশ্যই লিখিত আবেদন করা ৷ 
     
  • আবেদনে আবেদনকারীর নাম, ঠিকানাসহ বিস্তারিত তথ্যাদি উল্লেখসহ কী পদ্ধতিতে তথ্য পেতে চান, তা উল্লেখ করা ৷
     
  • আবেদনের পর ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ এবং একাধিক তথ্য পেতে চাইলে তথ্যদাতা ৩০ কার্যদিবস সময় পাবেন  ৷
     
  • কোনো কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য দিতে না পারলে আবেদন পাওয়ার ১০ দিনের মধ্যে তা আবেদনকারীকে লিখিতভাবে জানানো ৷